শীত, কুয়াশাবরন মেয়ে!
দুই ফোঁটা শিশিরের ঘুম হয়ে বসো
চোখের পাতায়।
বসেছ যেভাবে, সবুজ পাতায়,
শিশিরের শীতলতা নিয়ে...
কতকাল
ঘুমাতে পারি না, ঘুম,
নিয়েছে যে কেড়ে একটি পৃথিবী।
এবেলা ঘুমাতে দাও। আপন আলোকে জাগাব বসন্ত!...
তাই,
একটু প্রস্তুতি চাই…
ভেবো না কখনো, আমি কুম্ভকর্ণ…
এই
ঘুমপ্রিয়তার জনপদে,
রূপার কাঠির বিপরীতে, রেখেছি দখলে,
একটি সোনার কাঠি।
ঘুমেজাগরণে প্ররোচনা
দেয় শাকাম্ভরী!...
প্রিয় শীত,
প্রিয় কুয়াশাবরন মেয়ে!
দুই ফোঁটা শিশিরের ঘুম হয়ে বসো চোখের পাতায়।
এ বেলা ঘুমাব, একটু প্রস্তুতি নেব!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন