রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

জীবনানন্দের ঘাস


নদীতীরে...
খেলছে বালিকা...
খেলাচ্ছলে ছিঁড়ছে ঘাসের ডগা
ছেঁড়া ঘাস
সতত সৃজিত, ঘাসের ভিতর ঘাস হয়ে সবুজ আহার,
একবেলা জ্ঞানীর এবং আরেকবেলা গাধার
জানে না বালিকা!
তবু
আলতা রাঙানো পায়ে মাড়ায় সবুজ,
কোমল মনের নিপীড়নে,
নখের আঁচড়ে... বিলিখনে...
ছিঁড়ে,
কুঁচিকুঁচি;
উড়ায় বাতাসে, শূন্যে!...
বালিকার চোখে অবাক শূন্যতা,
খেলছে পুলকে, কাঁপছে চোখের তারা,
যেন,
মায়ার কাজল পরা অবাক পৃথিবী!
নদীতীরে...
খেলছে বালিকা,
নিরবধি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন