রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

পেরেস্ত্রোইকা / গোধূলিসন্ধির নৃত্য

পেরেস্ত্রোইকা গোধূলিসন্ধির নৃত্য

মঙ্গল আলোকে দেখা
লোহিত মাটির মেয়ে, দেখে,
দুহাতে শিকল পরা কিশোরের কুঁড়িগাঁয়ে
বুড়ো আঙুলের পেটে ঘোরে
লাটিমপৃথিবী!
চোখ, চলো দেখে আসি সরিষাফুলের ক্যানভাস!
যাপিত জীবন বোঝাপড়ায় কাটাব সঙিনসময়
দিন যায়
তিমির রজনী পাঠে
দিগন্ত উজ্জ্বল গোধূলি মাড়ায় সূর্য্যশিশু,
লাল
আকুলিবিকুলি প্রাণে
হাতছানি দেয় আঁধারধারিণী মাতা
এই
ক্রান্তিকালে
হরহামেশা পরানে লাগে
মৈত্রয়ীর নীড়ে ডুকরে ডুকরে কাঁদে বিশ্ববাউলের একতারা!
চোখ,
যাবে নাকি?
কালের যাত্রার পথে প্ররোচনা দেয়
যাপিত জীবন!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন