ঘর ও বাহির একটি গল্পের রূপরেখা
ঘর ও বাহির একাকারে বানালাম ঘর> ভালো বাসা> ভালোবাসা!
ঘর ও বাহির একাকারে
আসুন, একটি গল্প হয়ে সরবে ছড়িয়ে পড়ি,
কাঁটাতার ভেঙে ভেঙে, এক আকাশের নীচে, অবাধ গল্পের পটভূমিকায়,...
উড়ছে মেঘেরা, সীমানাবিহীন, তাদের আকাশে নেই কাঁটাতার,
এপার ওপার....
মেঘের মেয়েরা উড়ে উড়ে ঘুরে ঘুরে ঢালে জল, পৃথিবীর বুকে
ফলায় ফসল, ফলায় জীবন!
ঘর ও বাহির
একাকারে আঙিনায় রেখেছি পা> রূপরেখা> ভালোবাসা> ভালো বাসা> একটি পৃথিবী!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন