ক্রীড়া বাঘ না শাপলা
এ-হাতে ও-হাতে ঘুরে কড়ি, যখন যাহার হাতে থাকে তখন তাহার!
জুয়ার টেবিল।
আঙুলের নিবিড় টোকায় ঘোরে শিল্পমুদ্রা!
বাতাসে ভাসে কামনা— কী নেবে হে, বাঘ না শাপলা?
ঘেমে ওঠা নাভিশ্বাস ভেঙে
বলল লোকটা, শাপলার সখা আমি অরণ্যবিভূতি!...
বিদ্যুৎঘূর্ণন শেষে চোখের তারায় ধাঁধাঁ,
শেষ হাসির সমরে ক্রীড়াফল
: বাঘ।
ভয়ার্ত সন্ধ্যায় কেড়ে নেয় মূলধন
রমণকামড়ে।
খেলা শেষে ডুবে গেল বেলা,
গুটিয়ে রঙের মেলা,
পুঁজির শিকলে বাঁধা বাম(ন) পরান,
নীরব চরণে ফিরে দেখে, কাঙ্ক্ষার দিঘিচোখে ফুটে আছে একটি শাপলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন