রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ভিখারি ও অর্থনীতি মুখোপাধ্যায়


তিনিই মালেক
যিনি
মালের/পণ্যের অধিপতি, অর্থনীতি মুখোপাধ্যায়! সকল প্রশংসা অর্থনীতি মুখোপাধ্যায়ের!...

আমেন!...

এ মন ভিখারিদশা, অথচ পেতেছি মন, ভিখারির কাছে...
আমার ভিতরে
যুগপৎ খেলা করে, ভিখারি ও বোকা! দেখে হাসে
অর্থনীতি মুখোপাধ্যায়
আর
শিল্পের প্রতিমা!
এইটুকু,
জানে না, অ্যাডাম স্মিথ!
জানে না আরও, নূপুরের ঝংকারে বাজে কয়েনের মন,
রূপের বাজার...
তিন হাত দূর থেকে,
এক
প্রতিভাবান পাগল! ভাবছে, বিধি, কী অর্থে সৃজিলা অর্থের প্রকার... গিঁটের মহিমা! বন্ধন!!...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন