রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

সবুজ পাতার মূল্যবোধ


...
আপনাকে না,
সবুজ পাতাকে ভালোবাসি! তবে
(ভাবার বিষয়)
সবুজ পাতার দেখা পেলে আপনাকে মনে পড়ে!...

গাছেরা গজালো
শাখায় শাখায় সবুজ পাতার মূল্যবোধ!
যার মাঝে
পাখিরা পেতেছে নীড়, মধুর কূজনে সবুজ পাতা,
আজ
শিখলাম এতটুকু, দেখে আপনাকে...
শিখেছি
প্রজাপতির কাছে, উড়ালকবিতা, উড়ালকাহন,
চিত্রিত ডানায় নানান রঙের পটভূমিকা ও সময়
যারই প্রকাশ রঙিন জীবনে!...
শিখলাম,
মৌমাছির কাছে, শ্রমের গীতিকা,
শ্রমিকসাম্যের ফুলে ফুলে মধু আহরণ,
মধুর সখ্যতা, মৌমাছিতন্ত্রের ফুলবাস ও মৌচাকজীবন!
শেখার রয়েছে বাকি, ফুলের কাছে, নদীর কাছে...
সবুজ পাতা,
চলুন, যাওয়া যাক,
আজ, একটি বৃক্ষের শোকসভা আছে
নিসর্গবিতানে!
চলুন, যাওয়া যাক…
যেতে যেতে পথে জানব আরও...
আর
আপনাকে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন