রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

বাঁশি


সুখ ও দুখের নদীকূলে...
বহুসুরে
যে একটি বাঁশি নিত্য বাজে... সে আমিই...

বাঁশিটা কিনেছি বিগত মেলায় একটা হৃদয় দিয়ে
সুরেলা সুরের মূর্ছনায়
সাধনায় দেয় না যে ধরা
তবু
ভালোবাসি তারে (মুখরা বাঁশি বশীকরণে)
যখন যেখানে যাই হাতে রাখি
সুর তোলা ভুলে
শুনি
দিন ও রাতের একতারে বাজা নানান প্রাণের সুর (...)
হই সুরবান
ভাঙে ঘোর
সুরেলা সুরের মূর্ছনায়
ছিদ্রে ছিদ্রে খেলা করে আঙুল (আমার!)
ঠোঁটের ছোঁয়ায় বাজে বাঁশি, খোলে সুরের আগল প্রাণের মেলায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন