বাবুরা,
দাঁড়িয়ে চুচু করো, দেয়ালে
দেয়ালে...
এসব দেয়াল
হাজার বছরের পুরোনো!
দেখছি না
দেয়াললিখন— নিষেধ, এখানে চুচু করা, করিলে ৫০ টাকা
জরিমানা!
বাবুরা করো হে, চু-চু…
সব ভেসে যাক... শব ভেসে
যাক...
ভয় নেই, করো... লোনা ধরেছে দেয়ালে।
বাবুরা,
তোমরাই আগামী। করো চুচু।
এসব দেয়াল
হাজার বছরের পুরোনো...
সুতরাং চুচু করা যায়
এবং ভাঙাও যায়, সাহসী সকালে...
লাঠি হাতে
আসছে এগিয়ে, মাননীয়
শব!
বাবুরা,
ভয় নেই, রয়েছি দাঁড়িয়ে
সাহসী সকাল।...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন