রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

বসন্ত কি আসি আসি

ডাকাতিয়া চাকু!
  বেনামে পাঠাল উড়োচিঠি, আগামী বসন্তে গলা কেটে দেবে!
    বসন্ত কি আসি আসি?
     আহা,
      ভাবতে দারুণ লাগে, বসন্তে শহিদ হব!
        ফুলের পাপড়ি ঢাকা শবযাত্রা যাবে মায়াবী নদীর কিনারায়
         বাজবে কুচকাওয়াজ...
     সংসারসমাধিতে
চিত্রল ফলকে লেখা হবে, এপিটাফ : বসন্তে শহিদ, রসিয়া স্বজন, ঘাতক চাকুর অভিসারী……..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন