...
আয়নার সামনে কে তুমি
বসে থাকো, নার্সিসাস?
উত্তরকাঠামো জানে, আয়না!
আমাকে গ্রেফতার করে নিয়ে যায়
বন্দিশালায়!...
হাতে চুড়ি পরে ঘুরি…
মনের বাদাড়ে, পথে ও প্রান্তরে…
যেন হাতকড়া— শিকল পরার গীতিকা, কাঠামোর বন্দিশালায়।
সবুজ সহন চেয়ে
সহজ উড়ালে ডানা ঝাপটায়
খাঁচার পাখিটি…
ভাই রে, গেয়ো না আর,
খাঁচার ভেতর কখন কেমনে
আসে যায় অচিন পাখিটি!
দেখো, আয়না! আমাকে গ্রেফতার
করে নিয়ে যায়, কাঠামোর বন্দিশালায়!...
হাতের চুড়িতে (রি-নি-ঝি-নি
রি-নি-ঝি-নি…)
বাজিয়ে সময়,
সবুজ গহনে ফোটে বনবালা
ইকো!
জানালায় এসে কেউ, বলেনি
কখনো, আপনাকে, চোখের কাজলে বাঁধা হলো...............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন