এসো নৈরাজ্য,
এসো নৈরাষ্ট্র— সময়ের ঘ্রাণ!
এসো, মেঘলা বর্ষণে!...
জলের ত্রাসন শেষে, একচিলতে
রোদেলা ইংগিত
শুয়ে আছে চুপচাপ, আমাদের
আঙিনায়, এসো…
শোনো গো উত্তরচাকু,
হানো,
বুকের পাঁজরে মনোরম
খুন!
ঘুণ, ধরেছে শরীরে, হব
যে রঙিন, আনো, বিপ্লবের রক্ত...
শোনো গো উত্তরচাকু,
কাটো,
দুচোখের পর্দা; দাও
আলো—
দেখার মন্ত্রণা—
নতুন জমানা!
নাও, আমার যন্ত্রণা,
দ্রোহের সকালে হয়েছি যে ধৃত
রাষ্ট্র।
শোনো গো উত্তরচাকু,
হানো, বুকের পাঁজরে মনোরম খুন— নতুন
জমানা!
মিছিলে মিছিলে... নাচিয়া
নাচিয়া... ছুটিয়া ছুটিয়া...
উদ্যত ছুরিকা,
বলছে :
দাঁড়াও, নেব আরোগ্যশালায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন