রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

অধরা আনন্দ


কিছু একটা হারিয়ে ফেলা পুরোনো অভ্যেস, জীবনবিতানে    
এযাবৎ কত কী যে হারালাম!
কী ফেলে যাচ্ছি... কী ফেলে যাচ্ছি… ভেবে ভেবে
অনেক পথের পরে
বামবুকে
হাত দিয়ে বুঝলাম, হৃদয়টা নেই!
হারালাম পৃথিবীর নীড়েভাবলাম : যাক, আর বেদনা পাব না!...
সময়সমরে,
সঙ্কটে, মন ও মননমুখে
মিতালিতে
যখন পড়ল মনে হৃদয়ের কথা,
পেলাম তখন, ভোরের মেইলমদনসখার অভিসারে ফেলে গেছ হৃদয়টা
এসো একদিন,
নিয়ে যেতে অধরা আনন্দ, অধরা পৃথিবী!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন