রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

একটুখানি পরিচয়


বাপু,
এত সাদাকথা কও ক্যানে? একটু শ্যামলকথা কও,
অব্যক্ত বর্ষায় জুড়াক পরান!...
লোকমুখে শোনো নাই— এইখানে রমণীরা নয়ন পিঞ্জরে পোষে শ্যামসুখপাখি?
মওলার ইশকুলে পড়ো নাই— আমরা যে শ্যামলবরন জাতি?

সাদা না,
শ্যামল মনের মানস আমি;
দেখি, সময়ে সময়ে রং বদলায় প্রকৃতি ও প্রেম
এবং জীবন!
আরও দেখি, বিমুখ প্রান্তরে
আমারই মাঝে কারা যেন বলে ওঠে,
কালো হাত ভেঙে দাও!
যদিচ
নীরব কুটিরে
ঝুপ্... ঝুপ্... ঝুপ্...
নেমেছে উপনিবেশ, সাদা!
জানালায়
তাকিয়ে আছেন, আপনি, কোন মনের মানস?
মানসনন্দনে কেবল রঙের ছড়াছড়ি

দেখা হয় নাই নয়ন মেলিয়া, আড়ালে আড়ালে কে কাকে মাখায় রং!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন