প্রকৃতির পাঠশালে হাঁটিয়া
যাইতে দেখি
ছাগলমশাই
খায়
কাঁঠালের পাতা
এদিকওদিক নড়াচড়া করে
দেখে
বোঝে
বাতাসের আলাপনে পাতায়
পাতায়
ফরফর ফরফর—
গুঞ্জন—
সংকেত—
শব্দ—
প্রকৃতির ভাষা!...
এরও অধিক প্রকাশমুখরে
ভাষা
কী যে হতে পারে…
বুঝিবার আগে
বাঁচিবার তাড়নায় খেয়ে
নিলো সবুজ পাতার মর্ম্ম—
গুঞ্জন—
সংকেত—
শব্দ—
ভাষালিপি!...
তবে
ভাষা একাডেমি
আর
ছাগলমশাই জানে,
প্রকৃতির রূপনিকেতনে আছে ভাষার মন্ত্রণা!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন