আমি ও গোলাপ আত্মপক্ষ সমর্থন
মাননীয় কাঠগড়া!
গোলাপ ও জনতার মাঝে প্রকাশিত আমি, নন্দিত বিপ্লব!...
ধরুন—
এই যে মাটি,
মাটির হৃদয়ে লুকানো
নানান উপাদান।
যার মাঝে,
লাগালেন গোলাপের চারা।
আহারে দিলেন সার— নানারকম
ময়লা— জৈব ও অজৈব!
অথচ দেখেন,
এসবের রসায়নে বেড়ে,
গাছটি ফোটাল ফুলেল সময়,
মধুর সুরভি;
যার মাঝে নেই বেড়ে ওঠার
ময়লা!...
যেমন আমিও,
এমন ধারায় বেড়ে উঠলাম,
সমাজমাটিতে...
আপন সড়ক ধরে হেঁটে বিতরণ
করছি গোলাপ, অর্থাৎ আমাকে!…
তাই বলছি কী—
আমাকে, গোলাপের আলোকে বিবেচনা করা যেতে পারে!...
দেখেন, জনতার জোয়ার।
শোনেন, উঠছে রব :
জয়তু গোলাপ, একটি চেতনা!
যেখানে জনতা সেখানে
গোলাপ, যেখানে গোলাপ সেখানে জনতা!...
তাই,
বলছি আবারো,
উপরিআলোকে
আমাকে গোলাপ রূপে ঘোষণা দেওয়া হোক।
...
মাননীয় কাঠগড়া(?), গোলাপ
বিনাশ হতে পারে, পরাজিত হয় না কখনো!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন