সত্যি
গতকাল মারা গেছি!
লাকি সেভেন থেকে না,
সাত তলা থেকে লাফ দিয়ে;
বুঝেছি
উপর থেকে নীচে পড়ে যারা
মরে
তাদের বেদনা
আর
কী এমন সুখ এমন মরণে!…
সত্যি
গতকাল মারা গেছি!
দেখুন,
আমিই সেই লোক! ভালো
করেই দেখুন… চোখ কচলান…
সত্যি
গতকাল মারা গেছি!
আজও মরব,
চাকার তলায় চাপা পড়ে,
পিষে পিষে...
বুঝব
দলিত জীবনের রূপরেখা!
দুচোখ খোলা রাখুন,
দেখবেন
ঘটনার ঘনঘটা, ঠিক তিন
মিনিট পরে...
যদিওবা
গতকাল মারা গেছি,
তবু আজও মরব (কারণ বলেছি,
আর বেশি কিছু বলব না…)
শুধু আজ না, আগামীকালও…
তবে
কীভাবে জানি না—
সময় আসুক জানা যাবে
কারণ এই যে, আগামী অজানা,
অনির্দিষ্ট...
বারবার মরি... বাঁচি...
জাগি... সময়ের গর্ভে,
মরণকে দেখাই আঙুল, বুড়ো!
বলি না, তুমি যে শ্যামের
সমান!
এসব বোকারা বলে!
সত্যি
গতকাল মারা গেছি, আজও
মরব, আগামীকালও...
ভয় নেই, পালাবেন না।
পুলিশ আসলে বলবেন, লোকটা
পাগল ছিল, জীবনপাগল—
নাম : জীবনপাগলা,
সরকারি তালিকায় নাম
নেই, ভবঘুরে,
পৃথিবীনিবাসী...
সত্যি
গতকাল মারা গেছি,
আজও মরব, আগামীকালও...
ভাইসব,
কবর খুঁড়ুন, সারি সারি... কবরের মাপ— জীবনসমান...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন