রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

তালে ও বেতালে


কবিতা তোমাকে
নিতে পারি,
নৌকা বানিয়ে ভাসাব জলে,
কলা
ও কৌশলে,
না ছলনায়, না গহনায়!...
এটুকু কথন
কভু
রাঙিয়ে মননে
শ্যামল মনের মাধুরীতে বলো নাই!...
বলো নাই,
এ ভরা ভাদর,
এ মাহ ভাদর,
সুখজ মন্দিরা মোর গহন পরানে বাজো
তালে
ও বেতালে!...
তাই
লাল নীল সাদা
কাগজের
ফুল তোলা নায়ে
ভাসি নাই, ভাষাভাষাজলে…
কলা
ও কৌশলে,
না ছলনায়, না গহনায়!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন