বলছে উপনিষদ/ বাক্যের অতীত তুমি/...
তবু/
তোমার ভজনা/
বাক্যে/... বাকের মালায়/...
বুঝি না আজও/
মানুষ কী সুখ পায়/
কী ভাবে ধরছে/
বাক্যে/... বাক্যহীন/ অধরা তোমাকে/...
সরস্বতী জানে/
স্বরের বাগানে ফোটা কথার মুকুল ও তুমি/ মাঝখানে/ শিল্পের দূরত্ব/...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন