রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

চুমুফল


টুপটাপ ঝরে চুমুফল... গাছের ছায়ায় বসে আছি, খাই,
মধুর মমতা ডেকেছে আমাকে, মাটির মরমে, মর্ম্মে
টুপটাপ ঝরা চুমুফল আকর্ষণ টান!
জানে নিউটন, আর আমি
চলছ কোথায়? তাকাও মাটির দিকে (মাটি কিবা মমতা
কর্ষণে,) রোপণ করো গো চুমুগাছ
দেখো,
টুপটাপ টুপটাপ ঝরে চুমুফল খাও এসো, মমতার
উৎসবে, কেন্দ্রে। এ জীবন করো না ধূসর
সাধের জীবন পাবে না রে আর লাগাও
স্বাদের চুমুগাছ খাও চুমুফল।…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন