ধানসিঁড়ি নদীর কিনারে,
ঝড়ের ছোবলে ডুবে গেছে
ধানিজমি, ধান, নৌকা।
জলের জোয়ারে
ভাসে
ঘরবাড়ি, ভাঙা সুটকেস,
চোখের কাজল, শাঁখা, সিঁদুরের কৌটা। বেদনায় হাসে
জনপদ।…
রূপসী বাংলা,
তুমি,
জীবনানন্দের খোঁজে
এলে
ধানসিঁড়ি নদীর কিনারে।
আকাশ ঝাঁপিয়ে বৃষ্টি
এসে ভেজাবে এ মাটি!
নরম মাটির মর্ম্মে,
নতুন ধানের সোঁদাগন্ধে এসে বলো :
আমি আনন্দিত, আমি ভালোবাসি!...
সোনালি রোদের আলো ঝরা,
ভোরের কুয়াশা ঢাকা মেঠোপথে
হেঁটে
আঁচলকোঁচড় ভরা অনুরাগে
এলে
বকুলতলায়
হলদে পাখিটি বসে পাতার
আড়ালে, বলবে :
বৌ, কথা কও।
রূপসী বাংলা,
তুমি, রূপের আঁচল পেতে
এসো, পানসি নৌকায় চড়ে,
নদীর শরীরে মাছের সাঁতার,
দুই ধারে নতুন ধানের মায়া দেখে দেখে
: আমরা সবাই রবো মাছে
ভাতে!…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন