রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

পরিবর্ত্তনা চৌধুরানি

জংলা নদীর ধারে
ধ্যানী বক,
আমাকে ধর্ম্মের শিক্ষা দেয়,
কেমন ভাবের মর্ম্মে
দাঁড়িয়ে থাকতে হয়,
এক পায়ে;
যেমনটি আছে মাননীয় তালগাছ!
পাঠশালা,
ধর্ম্মশিক্ষা জানে,
বারবার
লাড্ডু খাওয়া আমি!
রসার্থে সন্ধান করি
ভবাপাগলার মালাই বিতান!
মাড়াই পথের মোড়
নিতাইগঞ্জের।
জংলা নদীর ধারে
(ধ্যানী বক
করমে ন জানে ধরম বিতান!)
অকূলে বাজে গো বাঁশি
: ওহো
জয়ো রাধা> ধারা...
ভাঙাগড়া
নদীটির মনে
বহতা সুরের ঢেউউউ…
কাঁখের কলসে বাজে
ছলাৎ… ছলাৎ… পরিবর্ত্তনা চৌধুরানি!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন