সাধুটি/
একসময়/
আমার কাছে এসে/
কানে কানে বলেছিলেন/
শব্দই/
শব্দই/
পরম ব্রহ্ম/
অপচয় করো না/...
সেই থেকে আমি/ কম কথার মানুষ/
ইশারায়/
সেই থেকে আমি/ কম কথার মানুষ/
ইশারায়/
ইঙ্গিতে/
চোখের ভাষায় কথা বলি/
চোখের ভাষায় কথা বলি/
শব্দ করি না/
বলছি তবুও/
রঙিন কথার ফুলঝুরি/...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন