সবুজ পাতার চিঠি পড়ে, পেয়ারাতলার খুকি, পেয়েছে খবর—
এ-গাছ থেকে ও-গাছ ছোটে,
এ-ডাল থেকে ও-ডাল ছোটে, কাঠবিড়ালিমন!
শাখায় শাখায় সবুজপাতায়
কাকে যেন খোঁজে...
সবুজ পাতার চিঠি পড়ে,
পেয়েছে খবর, পেয়ারাতলার খুকি—
শাখায় শাখায় দোল খায়,
সবুজ পাতা ও কাঠবিড়ালিমন!
কাঠবিড়ালিমন,
শাখায় শাখায় সবুজ পাতায় খোঁজে, পেয়ারাতলার সবুজ খুকির, পেয়ারামুখর মন!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন