রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

মায়াবাড়ি পাঠশালা


গায়ে পড়ে না গো, মনে পড়ে কথা বলি!
কেননা, শৈশবে
হাতেখড়ি না গো, মনেখড়ি দিয়েছিল মায়াবাড়ি পাঠশালে...
মনের খাতায়, লিখি, ধরণির মরমে লুকানো
না বলা কথার অভিমান,
বলি,
গায়ে পড়ো না গো, মনে পড়ো, মনে ধরো মন!
বাহুবলে কিবা
পেশিবলে এসো না হে, মনোবলে এসো, ধরাময় বাড়ুক না
মনোভূমি...
আকাশ, মনের মিতালিতে ছুঁয়েছে দিগন্ত!
পেশির আঁধারে
গায়ে পড়ো না গো, মনে পড়ো, কথা, বলো মনে মনে,
চলো যাই, মায়াবাড়ি পাঠশালে, পড়ি, ছাত্রনং অধ্যয়নং তপঃ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন