রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

অভিবাসী মেঘ


অভিবাসী মেঘ, তুমি কোথা যাও?
জলের ডানায় উড়ে উড়ে যাও কোন্ সে দূরের গাঁয়?...
এইখানে এসো
কাজলা দিঘির জলে ভাসা
দলকলমির
পাপড়ির উপর চুপটি করে বসো...
অভিবাসী মেঘ, তুমি কোথা যাও?
এইখানে এসো
শোন, ধানক্ষেতের আড়ালে
কাঁদছে… সদ্যোজাত যিশু!
শঙ্খলা নদীটির নীড়ে, গণকবরের
সবুজ ঘাসের ফুলে ফুলে দিয়ে যাও জলজ পরশ!...
কাঁটাতারঘেরা শ্যামল সবুজে,
পৃথিবীর
গাঁয়ের আকাশে,
মনপবনের নায়ে ভেসে ভেসে যাও
কোন্ সে দূরের গাঁয়?
ভাসছি অকূলে, সপ্তাঙ্গ তত্ত্বের নায়!
অথৈ সমুদ্রে
আশার ছলনে ভাসে কৌটিল্যনগর, কীভাবে বাহিব দাঁড় উজানিয়া টানে!...

অভিবাসী মেঘ, আমাকেও নিয়ে যাও!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন