ঢোলের রিদম হলো প্রচারের
ভাষা!
সুধী,
প্রভুর চামড়া কেটে
দিয়েছি লবণ, বানালাম
ঢোল, প্রভুর প্রচারে!
মর্ম্মর রিদমে বেজে
ওঠে চামড়ার সঙ্গীত— টাকডুমাডুম টাকডুমাডুম—
শব্দ> ভাষা> শিল্প— মধুর
বিকৃতি!
ঢোলের নন্দনে
বেজে ওঠে সুন্দরী কমলা,
নৃত্য করে পাড়া!
অথচ
তুমিই কিনা
নিজের ঢোলটি নিজেই বাজাও,
ফেটে যাবার ভয়ে...
রূপনগরের হাটে,
জবাই হওয়া কৃষ্ণসখার
গরুটি,
জানবে না কখনো,
কোমল চামড়াখানি, কী
এমন মহিমায় হয় নন্দনের ঢোল, শিল্প!
প্রভুময়,
অর্থের প্রচারে,...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন