রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

অনিশ্চয়তাতত্ত্বের সুতোয় ঝুলে আছে সোনার আপেল


অনিশ্চয়তাতত্ত্বের নৌকায় চড়ে যাচ্ছিলাম
সাধুসঙ্গে
(অপ)রূপের বাজারে!...
ঢেউয়ের দোলায় দোলায় কাঁপে সমকাল, প্রতিবেশ!...
কেঁপে ওঠেন সাঁইজি,...
দেখছিলাম,
একটুখানি দূরে
লোকটা
কেবিনের পরিসরে বসা,
অনিত্যের জানালায় দৃশ্যের প্রচ্ছদে খেলা করে চোখ!...
অনিশ্চয়তার জাহাজে চেপে
ফিরছে
নিশ্চিন্তপুরের গাঁয়ে!...
যেখানে
জলমগ্ন সংসারে
সমুদ্রদর্শনে
ইচ্ছের ভেলায় চেপে সাঁতরায় আজিকার শিশু!
...
ঘরহারা কলঙ্কিনী
আর ঘরছাড়া বাউল মনটি জানে,
               কামড়ের মর্ম্মার্থঅনিশ্চয়তাতত্ত্বের সুতোয় ঝুলে আছে সোনার আপেল!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন