আপনি
যুক্তবর্ণ পছন্দ করেন
না!
‘বন্ধন’
শব্দটিকে লেখেন
এইভাবে : ব ন্ ধ ন্!…
মুক্তবর্ণের শব্দমালায়
নতুন বিন্যাসে রচনা করেন
বাকের বিভূতি, প্রেম!...
আর
আমার সহজাত টান, যুক্তবর্ণে...
বন্ধনে...
যেমন, ন্ধ!…
এইখানে… বর্ণে বর্ণে
মাখামাখি, একে অপরের উপর
চেপে থাকা…
বলছে, পড়ো, মিথুনের
ভাষা! (...)
চোখ
চলে যায়
খাজুরাহো, টেরাকোটা,
কোণার্কে…
দৃশ্যের হৃদয়ে শৈলী,
কলা
পাঠের আনন্দে নেচে ওঠা
মন, রিনিঝিনি শিহরণে
টের পায়
সৃজনের শরীরচেতনা!...
এখানেই আমি চির সনাতন!
যুক্তবর্ণা
আমাকে তাগাদা দেয় যূথচারিতার
দিকে!...
যুক্তবর্ণার শরীরচেতনায়
তাহাকেই পেতে স্বাদ
জাগে(!)...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন