রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রোদনের পদাবলি


সেই কবে মারা গেছে, হাঁটুজল নদী, বাঁকে বাঁকে ঢেউয়ের দোলা,...
কাশফুলের ওড়না ওড়া বনে বাতাসের দোলা, সবুজের নৃত্য,
দোলায়িত মন,...
মাঠের রাখাল, গরুর পালের হাঁটুজল পাড়ি,
দড়িছেঁড়া গাভিটির পিছু ছোটা, রাখালিয়া বাঁশিটির মেঠোমনা সুরে
নেচে নেচে খেলা করা ঘাসফুলটির মন, উদাস কুটিরে ফেরা
সময়যাপন, ভরা কলসের আকাঙ্ক্ষা,
সময়ের পটভূমিকায়, মনে, খেলছে এখন জনপদ, নাগরিক কোলাহল,
দালানে দালানে ঢাকা, পুঁজির বাসরে নৃত্য করে, গণেশের জলসায়,
গলায় খেলছে সুর, ধনের গীতালি,...
একচিলতে সবুজ উদ্যানে, হাঁটুজল লেকের কিনারে বসে,
ভাবছি এসব, জানে না সোহরাওয়ার্দি, সেই কবে ৭৫-এ মারা গেছে
ঘাসফুলটির মন, বাংলাদেশ,...
বাঁকে বাঁকে ঢেউপ্রিয়তায় জেগে ওঠা রেসকোর্স ময়দান,
সুরেলা ভাষণ! (...)
যারই গুঞ্জনে বয়ে যেত হাঁটুজল নদী, সমবেত সুরে,
পাখির কাকলিমুখরিত গাছের ছায়ায়, মেঠোসুরে বেজে ওঠা বন্ধুয়ার গান,
বঙ্গের বাতাস,
পালতোলা নৌকা, বৈঠার ঘায়ে ঘায়ে জেগে ওঠা হাঁটুজল নদী,
বাংলাদেশ, সেই কবে মারা গেছে, ৭৫-এ...
আজও বাঁশির সুরে বেজে ওঠে বিজয়ার কান্না!
জানে আলাওল, ভনে চণ্ডিদাস
সখা, বৃথা যায় প্রেম! রজকিনি বাঙলায়, ভুসুকু পায় না, শবরী বালিকার মন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন