পাঠ সোনালি ভোরের
অনুবাদ
পাতায় পাতায় ভাঁজে ভাঁজে, রাখছি চোখের দিঠি,
খুলছ, কথার মাধুরী। দেখছি, কীভাবে লুকানো আছি জীবনের কারুকাজ,
তোমার মাঝেই!
ঝোপালো কুয়াশা সরিয়ে সরিয়ে
ফুল ও কাঁটার অভিসারিকায় মন ও মননে ঢোকা...
এক অনাস্বাদিত স্বাদের আঘ্রাণ! জাগায় গোপন প্ররোচনা,
বিনির্ম্মাণে, তোমাকেই...
খুলছি আমিও, নিজেকেই, পরানে পরান মিশে হব চেনা, নতুন পাঠের ঠিকানায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন