বৈশাখ ফিরতিপথের সখা
পয়লা বৈশাখ, নয়নাভিরামে
দিবি নাকি দরশন?
জলভাসা চোখ ভুলে গেছে
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল।
নড়ে ওঠে খুঁটি, কৃষ্ণপ্রতিম
বিশ্বাস।
বলেছিস দেখা হবে, যড়তিপড়তি
আয়।
শ্যামল বধুয়া
নিরলে গুটিয়ে সাদা শাড়ি,
কুচি করে যতনে পরিবে ধানিশাড়ি।
তুই এসে অনামিকায় পরিয়ে
দিস অঙ্গুরীয়।
পাতা আছে মাটি, তার
উপরে আসনপিঁড়ি> ঘাসপালঙ্ক,
তাতে
বসিস চুপটি করে।
খেতে দেব দুধ কলা চিড়া
মুড়ি মিঠাই বাতাসা।
পাঠাব কি হাতি ঘোড়া
শেরোয়ানি?
কতদিন খাইনি রে, কপালে
লিখে আনিস,
এক সানকি পান্তা, এক
চিমটি লবণ, একটি কাঁচালঙ্কা,
সরিষাবাটায় ভাজা একটুকরো
ইলিশ সমাচার।
জিবচাটা লালায়িত জলে
তোকেই বাসনা করি, আসিস কিন্তু।...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন