রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

সংশয় আছে


সময় ঝরছে
শিউলির পাপড়ির মতো টুপ... টুপ... টুপ...
সময় ঝরছে
শিউলির ঘ্রাণমাখা শীতের শিশিরে, পিন পতনের নীরবতা ভাঙে টুপ... টুপ... টুপ...

সময়ের জন্ম হয়েছিল ৭৭ সালে!
জন্মেই হেসেছিল, মতান্তরে কেঁদেছিল বেদনারাঙানো আনন্দবার্ত্তায়
কবে মারা যাবে
সংশয় আছে,
কেননা, সময় মারা যেতে পারে; সময়চেতনা মারা যাবে কি না সংশয়ে আছে সংশয়বাদীকুল
ভয়ে আছে কুলবধূ, সময় এবং তার অনুভূতিমালা
জেনে যায় কিনা সন্দেহবাদীকুল
সময়ের জন্ম হয়েছিল ৭৭ সালে… সংশয়ে… সন্দেহে… কংসমামার ঘরে...
সময় মরবে, তবে
সময়চেতনা মারা যাবে কি না সংশয় আছে
আপনারা,
কেমন আছেন জানাবেন, নিঃসংশয়ে! নিঃসন্দেহে! নিরসনদহে...

টুপ... টুপ... টুপ...
শিউলির পাপড়ি ঝরা শীতের সকালে
মাকড়সার জালে ধরা পড়ে আছে ফোঁটা ফোঁটা শিশিরের জলইতিহাসচেতনা, সময়,
পটভূমিকা!(...)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন