রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

স্বরূপের কাছে


অনন্য বর্ষার ধারাজলে ভেজা সবুজের জীবনানন্দ!
বিপুলা পৃথিবী দরশনে
সকালের সোনারোদে মেলছে নতুন কুঁড়ি, রূপের মাধুরী ঝরা গাঁয়ে, একটা কদম নেবে?
একটা কদম!

স্বরূপ,
এসেছি তোমার নিবাসে, শ্রীমতীর তীরে…
চক্রাকারে, ঘুরপথ ফেলে…
তবু
পাইনি হদিশ…
সেই যে পেয়েছি,
একবার,
আষাঢ়স্য প্রথম দিবসে ঝলকে ওঠা রূপমেলায়!...
এরপর
দীর্ঘ বিরহযাপন…
সখার বিহনে কাঁদি সখা! স্বরূপ, জীবন এক চক্রশালা— চক্রে চক্রে চক্রযান....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন