লাল ও কালো তারের সঙ্গমে,
সঙ্গীতে, প্রার্থনায়,
জ্বলে ওঠে বৈদ্যুতিক
বাতি, আলো, প্রেম!
এই কথা
কলাবতী ফুল জানে, জানালার
পাশে জেগে জেগে বলেছে আমাকে
রাতের নির্জ্জনে!
এই কথা, কেহই জানে না!
এক
আমি ছাড়া, আমি, পরম
যৌনতা—
জল বায়ু আলোর হৃদয়ে,
মাটি ও বীজের সঙ্গমে, সঙ্গীতে, প্রার্থনায়,
অঙ্কুরে জাগা কলাবতী
ফুল জানে, আর কেহই জানে না!...
জানুন আমাকে, সঙ্গমে,
সঙ্গীতে, প্রার্থনায়, লীলার নন্দনে, ললিতকলায়!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন