অ্যাস্ট্রাইয়া বিপন্ন ক্রন্দনধ্বনি
সাদা,
চিত্রিত হলুদ হলো তৃতীয়া
আকাশ, রঙতুলি কার হাতে?
আকাশের মুখ দেখা রঙিলা
সাগরে
কাঁদে মনমাঝি,
বেয়ে যাব কতকাল বিফল
মানবতরি!
পূর্বাশা আকাশ থেকে
চেয়ে প্রেম
পৃথিবীর সাথে আড়ি দিয়ে
নিলে নক্ষত্রনিবাস!
বুঝি—
লীন হব আমরাও, শূন্যে!
আবারও
আন্তঃনাক্ষত্রিক ভ্রূণে
জন্ম নেব পৃথিবীর ধুলোবালি মেখে!
কৃষ্ণসাগরের জলে ডুবোডুবো
বেলাবোস
বাতাসে ছড়ায় চাপাস্বর--
বোবাচরাচরে আজো উঁকি
দেয় তোর সবুজ মমতাপ্রিয় চোখ।
শুনি,
এহেন লাজের মাথা খেয়ে
কোথায় লুকাবে মুখ,
কতটা বিপন্ন হবে একটা
আকাশ? পাঠালাম পত্রবাহক পায়রা, বার্ত্তা দিও (...)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন