রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

চিত্রকল্প


আকাশে... উড়ছে ঘুরে ঘুরে... একঝাঁক সারস না, একটি চিত্রকল্প! বলল, নন্দন
আকাশে... উড়ছে ঘুরে ঘুরে... একটি চিত্রকল্প না, টাকা! বলল, বাজার

চিত্রল সন্ধ্যায়... আকাশের নীলে
ঘুরে ঘুরে ওড়ে
একঝাঁক সারস না, একটি চিত্রকল্প!
উড়ে ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে নামে, নদীর কিনারে/চিত্রকল্পে
ভালোবেসে মাটি আর জলের মিতালি...

ট্রিগারে আঙুল ট্রা ঠ্রা...
ফের,
উড়ল আকাশে, এ-লো-মে-লো...
একঝাঁক সারস না, একটি চিত্রকল্প! হারাল আঁধারে...

শিল্পের আকাশে উড়ে টাকাপাখি, করে ডাকাডকি, টা-কা টা-কা। কাননের
কুসুম ও কলি বিকোয় বাজারে, মনের মাধুরী কেনে
পুঁজির সুরভি।...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন