আকাশে... উড়ছে ঘুরে ঘুরে... একঝাঁক সারস না, একটি চিত্রকল্প! — বলল,
নন্দন।
আকাশে... উড়ছে ঘুরে ঘুরে... একটি চিত্রকল্প না, টাকা! — বলল,
বাজার।
চিত্রল সন্ধ্যায়... আকাশের নীলে
ঘুরে ঘুরে ওড়ে
একঝাঁক সারস না, একটি চিত্রকল্প!
উড়ে ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে নামে, নদীর কিনারে/চিত্রকল্পে—
ভালোবেসে মাটি আর জলের মিতালি...
ট্রিগারে আঙুল। ট্রা ঠ্রা...
ফের,
উড়ল আকাশে, এ-লো-মে-লো...
একঝাঁক সারস না, একটি চিত্রকল্প! হারাল আঁধারে।...
শিল্পের আকাশে উড়ে টাকাপাখি, করে ডাকাডকি, টা-কা টা-কা। কাননের
কুসুম ও কলি বিকোয় বাজারে, মনের মাধুরী কেনে
পুঁজির সুরভি।...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন