রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

কালাগাছি ও শ্যামলা কলসি


শ্যামলা কলসি/
নড়ো না চড়ো না/ কোষার বাহিরে/ ফোঁটা ফোঁটা ঝরে/ র-স-ধা-রা/…
শীতের আমেজ/
সকালের রাগে/ পূর্ণতায় জমে ওঠা পূর্ণরাত্রি/
পাবে/
পিরিতি রসের সার/—
ফোঁটা ফোঁটা ঝরে/ পূর্ণতা/ আনন্দ/ জীবনের ললিত বিকাশ/...
কোষার বাহিরে/
নড়ো না চড়ো না/ শ্যামলা কলসি/
দিঘল পিপাসাসম/
যামিনী না যেতে জাগা/ উৎসের মুখ/ নিবিড় সূচনা/...
আহা কালাগাছি/
রসের অরণ্যে বাঁচি/
কাটো গাছের শরীর/ শ্যামলা কলসিকে না বলা কথায়/…
ফোঁটা ফোঁটা/ ঝরাও তিয়াস/ ঝরাও সৌরভ/ নন্দনের ললিত বিকাশ/...

এইসব/
ফিসফাস/ ফিসফাস/…
ভ্রমরগুঞ্জনে বাজে/ কুয়াশার মশারি টাঙানো শীতের অরণ্যে/.....................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন