রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

তরবারিনামা


কবি নই
নবী(ন) কথার তরবারি!

ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি
খাপ থেকে!
ধীরে ধীরে রূপ পাচ্ছি, জোছনার রাঙা খুনে...
খাপেই জনম,
তবু
ধীরে ধীরে ছাড়ি খাপের সৌন্দর্য্য!
খাপ, জানে না এসব,
জানে ময়দান!...
কেবল আমাকে চেনে,
কুরুক্ষেত্র,
কারবালা,
ট্রয়
কিংবা পলাশী!
মঙ্গলময়ে করছি রচনা,
রাঙা খুন,
মর্ম্মের মহিমা,
অনির্বাণ যাত্রা, সুন্দরের!

মরমিয়া তরবারি ধরে কোন প্রান্তরের গান?...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন