রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

মুলা / মূল্যের কবিতা

মুলা মূল্যের কবিতা

বা-ড়ি-তে-ছে মুলা! ধীরে ধীরে, স-রি-তে-ছে মাটি!
স-রি-তে-ছে শিল্পের আধার!
বা-ড়ি-তে-ছে, পাতার মুকুট পরা মূল্য,
বোধ!

অর্থের গাড়িটি
ছোটছে... অর্থহীনতার দিকে...
আমি যার যাত্রী,
যাচ্ছি
বোধের নিবাসে...
হাতে
শিশিরের জলে ধোয়া
একটি
সজীব মুলা
যেন
মূল্যের প্রতিক—
অনেক অর্থের প্রগাঢ়তা... অর্থহীনতার...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন