রে প্রচল,
যাস কই? যাব না ওখানে।...
ডাকছে এবেলা, অপ্রচল
গান!
বলব যাহাকে,
ভালোবাসি— প্রিয়, প্রচল কথাটি!
একই ভুলের টবে ফোটে
তবু
বুঝতে পারি না,
কেন,
গন্ধরাজ
কামিনীকে কানে কানে
বলে,
ভালোবাসি—
প্রিয়, প্রচল কথাটি!
বিপরীতে
উত্তাল সাগর,
ঢেউয়ের পরে ঢেউ,
ভাঙছে মর্ম্মরে,
প্রচল ডাঙার তীর...
রে প্রচল, যাস কই?...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন