শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

কবিরাজ শ্যামল বৈদ্যের শিকড়ভাবনা


শিকড়ে হোঁচট খেলে শিকড়ের মর্ম্ম বোঝা যায়,
জানা যায়
গভীরে লুকানো আছে কতটুকু,
বৃক্ষের ইতিহাস, ইতিহাসচেতনা—
আলো ও বাতাসমুখী মাটি ও জলের যাতনা রঙিন সময়, জীবন— বৃক্ষ।
শত শতাব্দীর জনপদে
কর্ত্তিত বৃক্ষের গোড়া ফুঁড়ে 
গজায় নতুন চারা, কিশলয়, ডালপালা— নতুন সময়!

       হোঁচটের মর্ম্মে বোঝা যায়, শিকড়ের সাথে মাটির বন্ধুতা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন