শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

নন্দনের প্রাসাদভাবনা


(অনুজ গৌতম-কে)

দাঁড়িয়ে রয়েছে/
প্রাসাদের পর পর/ প্রাসাদের সমারোহ/
একটি প্রাসাদ থেকে/ আরেকটি প্রাসাদের মাঝে/
ফাঁকটুকু/
ব্যবধান/ সমাজভাবনা/
একেকটি প্রাসাদের/
গোপন হৃদয়ে বাস করে/ অনেক প্রাসাদ/
অনেক আকাশ/ চোখের প্রণয়ে জেগে থাকে/ সারাটি দুপুর/ 
দেখে/
সময়ের উপত্যকা/
যূথচারী শিশুরা খেলছে/
কানামাছি ভোঁ ভোঁ/ যারে পাবি তারে ছোঁ/
পাশে/
ফুলের বাগান থেকে উড়ে যায়/
একঝাঁক মৌমাছির গান/ কৌমচারী নীড়ে/ মৌচাকে/ নন্দনে/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন