শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ধামাচাপা


…………
ফিন্‌কি ফিন্‌কি লালে/ ভরে যাচ্ছে গোধূলি আকাশ/…

ধামা/ চাপা রাখল কোথায়/...
হবে না/
কখনো জানা/...
তারচে/
আমাকে এক বাটি শাক দাও/ নির্জন আহারে ঢেকে রাখি মাছ/...
পৃথিবী/
এই যাবৎ/ যা কিছু হয়েছে লেখা/
তাহা/ বিপরীতভাবে দেখা হলে/ কাহিনি বদলে যায়/
ইহা সহজাত/
সত্যম্ শিবম্ সুন্দরম্/...
আমিইবা/
কোথাকার/ কোন কাহিনির ধামা/
চাপা পড়ে বেচে(বেঁচে) আছি/ এই জীবনবাজারে/ এই মানবমানবীধামে/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন