শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

স্বাক্ষর


ভুল নামে ডাকলাম?
না শিমুল, না পারুল, যে নামেই ডাকি না,
তবে লোকটা ভুল না!
...
পরিসংখ্যান বলছে, লোকটা এক না, অজস্র!
না শিমুল, না পারুল, জানে লোকপাল!
(আরো জানে,
তিন কিংবা তিরিশ কেবলই সংখ্যা,
তিন লাখ কিংবা তিরিশ লাখ, কেবলই সংখ্যা না, পরিসংখ্যান!...)
...
গণস্বাক্ষরের দিনে…
লিখলাম,
আমি লোকটাকে ভালোবাসি, লোকান্তরে, লোকোত্তরে,...
তবে লোকটা ভুল না! যে নামেই ডাকি না, না শিমুল, না পারুল!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন