বহমান
নদী।
ঢেউয়ের
উর্ব্বশী ফণায় গলা বাঁকিয়ে উঠছে
তনুজা
রাধিকা, পাশাপাশি একটা বৃক্ষও।
সময়বর্তিত
ফাঁদ থেকে
উঠছে সূর্য্যটা— আলোর চাদর জড়ানো
সকাল।...
রমণীয়
দিনের আবহে
বৃক্ষটা
গজায় পাতার বাসর,
শাখায়
ফুলের সমারোহ, খোঁপার শোভায়
ঝরাফুল
ভাসে জলে।
দেখেই
বাঁশিটা বাজে—
রাধিকা,
তোমাতে এ জীবন, শ্যামরূপ!...
নৌকা
তীরে
বাঁধা, মাঝিহীন;
নূহ
গল্ফ্
খেলছে, নিখুঁত ফেলছে বল, গর্তে—
ম্যানহোলে!...
বহমান
নদী, তীরে, হাঁটছে একটা লোক, দেখে না এসব, অন্ধ!?...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন