শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

রিমঝিম রায় ও জলের চাতক পঙ্‌ক্তি


মাঠগবেষণাদিনে
সবুজ বাসনা জাগা গণবধূয়ার জনপদে
টাপুরটুপুর জলের নূপুর সকাল দুপুর ঝরে
প্রাণের পূর্ণ সঞ্চারে হা-মুখী কলস
চাতকবচনে রচে জলজ গীতিকা
     নামরে শ্রাবণ ঝেঁপে ধান নেবো মেপে
     হাঁড়ির খবর রটাল বাতাস জনে জনে         
ঘুরিয়া ঘুরিয়া নৃত্যপর
আমজামপাতাভরা নক্‌শিকুলায়
মাটির দীপালি জ্বলা ভীষণ পিরিতে নিও
হিজলবাদন
এমন মধুর আবাহনে
জমাটি প্রেমের হিমাগার ভেঙে
আকাশ ঝাঁপিয়ে নামে রিমঝিম রায়
জলের সেতারে বাজে গীতিপঞ্চরাগ
   প্রাণজ সবুজ সকালের মাটি কেলাহলে
     আষাঢ় শ্রাবণে বর্ষে দেয় নবধরাজলে
রিমঝিম রিমঝিম রিমঝিম রিমঝিম
মুখরিত
গণবধূয়ার জনপদে
বছরকাবারি খোরাকির সমারোহে
লাঙ্গলের মুন্সিয়ানা দেখে ঠোঁট টিপে হাসে
মাটি ও মানুষ
তোলে ধ্বনি: জয়তু শ্রাবণ
রিমঝিম রায়   জয়তু শ্রাবণ রিমঝিম রায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন