কলা।
বারো
মাস ফলে, কলা বেচে ভাত খাই। কোন কলা চাই, কাঁচকলা?
...
আপনি
কৃষ্ণ না! কেন বলছেন?— না, আমি কলা খাই না!
বেশি
না, একটি খান।
জানেন
তো, কলা ছাড়া পৃথিবী অচল!
আমি
না, বলেছে মহাশয়!
জনাব,
কেন যে ভান করছেন?
জানি,
আপনাদের বাগানে নানারকমের কলাগাছ আছে।
জনাব
কলার
কারবারি। আছেন বলেই বেঁচে আছি!
খান,
টাকা
লাগবে না, মন থেকেই দিলাম, মনের মাধুরী মেখে খান। তবে ধীরে,
না
হলে গলায় আটকাবে।
জনাব,
আটকালে মরণ। সাধের জীবন কুপোকাত। তা, কলাও যাবে, জীবনও…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন