শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বৃক্ষলতা


...................
বৃক্ষশাখে/ ফল ধরে বারো মাস/
সকাল সন্ধ্যায় ঢালো জল/
     মাটির মরম নিঙড়িয়ে বেড়ে ওঠে/
                               বৃক্ষ/…
লতা/                                                
জড়িয়ে ধরে বৃক্ষশরীর/
রসাতলে যাবে/
বর্ধিত জীবনমূলে/ রসধারা বিদ্যমান/…

ফুলফলময় জীবনসৌরভে/
দুজনই ভূমিজন/
আ-মরি শ্যামল নীড়ে/ মধুর গরবে/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন