................
কাজলা দিঘিতে জমে আছে, জল!
কে গো?
নেমেছ এবেলা, করছ অবগাহন, কাটছ সাঁতার,
ঘুরে ঘুরে এপার ওপার,
জলের শরীরে ফোটা শাপলা, শালুক,
ছিঁড়ছ
মনের মমতায়।
(চারদিকে পাড়, যেন বাঁধা,
মাঝে জল, যেন প্রাণের আনন্দ)— কাজলা দিঘিতে!
জলের শরীরে নেয়ে জলের শরীর
খেলছ সলাজে জলজলখেলা। রাখছো পুলক, জলের কামড়।
ফেরার বেলায় শরীর নিঙড়ে ফেলে জল,
মনশূন্য, শূন্যমনে,
কাজলা দিঘিতে জমে আছে, জল!
কে গো?
নেমেছ এবেলা, করছ অবগাহন, কাটছ সাঁতার,
ঘুরে ঘুরে এপার ওপার,
জলের শরীরে ফোটা শাপলা, শালুক,
ছিঁড়ছ
মনের মমতায়।
(চারদিকে পাড়, যেন বাঁধা,
মাঝে জল, যেন প্রাণের আনন্দ)— কাজলা দিঘিতে!
জলের শরীরে নেয়ে জলের শরীর
খেলছ সলাজে জলজলখেলা। রাখছো পুলক, জলের কামড়।
ফেরার বেলায় শরীর নিঙড়ে ফেলে জল,
মনশূন্য, শূন্যমনে,
(শূন্যের
মাঝারে ভজ ডাঙায় বসতি… জলে লীলা…),
পূর্ণতায়, পুণ্যের কলসে ভরে, জলকে নাও গো ঘরে, তুমি কে গো?...
পূর্ণতায়, পুণ্যের কলসে ভরে, জলকে নাও গো ঘরে, তুমি কে গো?...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন